Description
খোলামেলা পোষ্ট, সুতরাং যারা বাচ্চা এবং যারা বিবাহিত নন তাদের জন্য এই পোষ্ট প্রযোজ্য নয়। আপনারা এড়িয়ে যান, বিবাহিতগণ পড়া চালিয়ে যান।
.
পাহাড়ি বীজ আলকুশী বীজের ব্যবহার আপনারা জানেন, কেন এটা দুর্দান্ত এক পথ্য সেটাও ম্যাক্সিমামেরই জানা। আলকুশী বীজকে ডাকা হয় বাজীকর হিসেবে। এখন বাজীকর কি সে বিষয়ে একটু পরে আসছি, আগে কিছু কথা বলে রাখি।
.
দেখুন মানব জীবনে বিয়ে হবে বিয়ের পর শা.রী.রিক মি.ল.ন হবে এটাই স্বাভাবিক, পাঞ্চবির অন্যান্য স্থানের মত মি.লন.কালীন সময়টাও রোগের কবলে পড়তে পারে, হয়ত জেনেটিক বা মানুষের স্বীয় কিছু কুকর্মের ফল। যেমন দ্রু.ত.প.তন, ধ্বজ.ভঙ্গ, শু.ক্র.তারল্য ইত্যাদি। এখন এসব বিষয়ে যদি আলোচনা না হয় বা আলোচনা হলেই যদি সেটাকে নেগেটিভ ভাবা হয় তাহলে কিভাবে এই জিনিষের চিকিৎসা হবে?
.
বর্ষজীবী লতানো গাছ আককুশী বীজ উপরোক্ত সমস্যাগুলো সমাধানে জাদুকরী কাজ করে, অন্যান্য অর্গানিক রেমিডি যেখানে কাজ করে ধীরে ধীরে সেখানে আলকুশীর কাজ অনেকটাই দ্রুততর। আর আলকুশী যদি হয় দুধে শোধিত তাহলে তো কথাই নেই।
.
#উপকারিতা
১) যৌন শক্তি বৃদ্ধিতে আলকুশির জুরি নেই
২) আলকুশি বীজ সেবনে যৌ.ন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, লিঙ্গ শৈথিল্য,শক্তিহীনতার জন্য চমৎকার
৩) কাম উত্তেজনার অভার ইত্যাদি ক্ষেত্রে অসাধারন উপকারী। তবে অবশ্যই অরিজিনাল এবং ভাল মানের আলকুশি বীজ হতে হবে ।
৪) আলকুশি বীজ চিনি ও দুধসহ সেদ্ধ করে খেলে বাত রোগের উপশম হয়, শারীরিক দু.র্বলতা দূর হয়, শুক্র বৃদ্ধি গাঢ় হয় এবং স্নায়বিক দুর্বলতা দূর করে।






Reviews
There are no reviews yet.